নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সখীপুর উপজেলা ছাত্রলীগ। রোববার সকালে পৌরশহরের মুখতার ফোয়ারা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এর আগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত হয়।

ছাত্রলীগেত শ্রদ্ধাঞ্জলির সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফ, সহ-সভাপতি ভিপি আ.রউফ, সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, মোশারফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।