এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে চতল বাইদ করটিয়া পাড়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আবু সাঈদ মিয়ার অবসর গ্রহণ উপলক্ষে বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদরাসা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে এস এম ইব্রাহীমের সভাপতিত্বে বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মফিজুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদ্দারেছিন সখীপুর উপজেলা শাখার সভাপতি মো.সাইফুল ইসলাম, মাদরাসায় কর্মরত সকল শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য, দৈনিক আজকালের খবর পত্রিকার সখীপুর প্রতিনিধি নজরুল ইসলাম নাহিদ, ওই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র-ছাত্রী, বর্তমানে অদ্যয়ণরত ছাত্র-ছাত্রী ও এলাকার মান্যবর ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রথমে ফোরকানিয়া মাদরাসা হিসেবে চালু হলেও পরে এবতেদায়ী এবং ১৯৮৬ সালে দাখিল মাদরাসা হিসেবে স্বীকৃদি লাভ করে। মাওলানা আবু সাঈদ মিয়া দীর্ঘ ৪৩ বছর ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তাঁর বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে এক আবেগঘণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে মাদরাসার শিক্ষক, ম্যানেজিং কমিটি, বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রী, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে তাঁর হাতে বিভিন্ন উপহার সামগ্রী ও সম্মাননা তুলে দেওয়া হয়।