নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো প্রতিরোধে সাইকেল র্যালি করেছে স্বপ্নছোঁয়া ফাইন্ডেশন নামের একটি সংগঠন।
সোমবার সকালে সূর্যতরুণ শিক্ষাঙ্গণ আবাসিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সাইকেল র্যালির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। প্রায় দুইশ সাইকেল নিয়ে পৌর এলাকার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে এ র্যালি।
এ সময় র্যালিতে অংশ নিয়ে সচেতনতামূলক বক্তব্য করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম বাদল, অধ্যক্ষ আবু নাসের ফারুখ,সাবেক ভাইস চেয়ারম্যান মুহ. ছবুর রেজা, আনোয়ার হোসেন তালুকদার, স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মনির সিকাদার, সাংগঠনিক সম্পাদক নাজমুস ছাকিব তালুকদার প্রমুখ।