Close-up of hand holding a black can and spraying, black background

একবার স্প্রে করলেই করোনা থেকে ৯০ দিনের সুরক্ষা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক জীবণুনাশক স্প্রে তৈরি করেছে , যা একবার স্প্রে করলে ৯০ দিন করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষা পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়টির অ্যাডজান্ট প্রফেসর জোসেফ কোয়ান বলেন, পাবলিক প্লেস, লিফটের বাটনে, সিঁড়ির হাতলে অনেক জীবাণু ও ব্যাকটেরিয়া থাকে। সেসব জায়গায় এই জীবানুনাশকটি স্প্রে করলে এক ধরনের প্রলেপ তৈরি হবে। যা শুকানোর পরও ব্যাকটেরিয়া, ভাইরাস এবং স্পোরগুলিকে মেরে ফেলতে সক্ষম একই সঙ্গে সুরক্ষা দিতে পারে ৯০ দিন।
তারা জানান, হংকং শহরের শপিংমল, স্কুল, ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষ জীবাণুনাশকটি গ্রহণ করেছে। ইতোমধ্যে তারা এই জীবাণুনাশকের ব্যবহার শুরু করেছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।