নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) অসনের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী এবং করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সরকার মো: আরিফুজ্জামান ফারুক। বৃহস্পতিবার দিনব্যপী তিনি সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সরকার মো: আরিফুজ্জামান ফারুক জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ অসহায় কর্মজীবী মানুষের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে বাসাইল-সখীপুরের ৭শতাধিক অসহায় মানুষদের মধ্যে বেশ কয়েকদিন ধরে খাদ্য সহায়তা প্রদান করে আসছেন। ব্যক্তিগত পক্ষ থেকে এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

তিনি আরো বলেন, আমরা নিজ নিজ অবস্থান থেকে বিত্তবানরা করোনাভাইরাসের কারণে বেকার হয়েপড়া অসহায় দরিদ্র লোকজনের পাশে দাড়ালে তারা এই সঙ্কট সহজেই কাটিয়ে উঠতে পারবেন।
প্রসঙ্গত, সরকার মো: আরিফুজ্জামান ফারুক দীর্ঘদিন ধরেই বাসাইল-সখীপুরের অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগীতা করে আসছেন।