নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল সখীপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর এলাকার কানু মিয়ার ছেলে তোতা মিয়া (৫০)।
স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন জাফর জানান, তোতা মিয়া শনিবার দুপুরে শখের বসে বাড়ির পাশে দারার বাইদে মাছ ধরতে যায়।

এ সময় বৃষ্টি শুরু হলে একপর্যায়ে বজ্রপাত শুরু হয় এবং সেই বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। তার বাড়িতে নিয়ে যায়।
তোতা মিয়ার এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।