জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর), টাঙ্গাইল কর্তৃক ০৮ গ্রাম হেরোইন সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোহাম্মদ মাসুমঃ জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এর নের্তৃত্বে এসআই/ জীবন কুমার বিশ্বশর্মা সঙ্গীয় এএসআই/ মোঃ দেলোয়ার হোসেন, এএসআই/ মোঃ মোশরেফুল ইসলাম, কং/১৭৩৪ মোঃ কামরুজ্জামান, কং/১৪৪২ মোঃ মাসুদ রানা, কং/৫৭৫ নূর মোহাম্মদ দের মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে কালিহাতী থানাধীন এলেঙ্গা হইতে ০৮ গ্রাম হেরোইন (যাহার আনুমানিক মূল্য = ৮০,০০০/-টাকা) উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আসামী গ্রেফতারের তারিখ -০৬/০৭/২০২০ সময়- ২০:১০ ঘটিকা।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা
০১। মোঃ হুমায়ন কবীর, পিতা-মৃত জুলহাস উদ্দিন, গ্রাম-মশাজান, থানা- কালিহাতী, জেলা- টাঙ্গাইল।
০২। মোঃ মেহেদী হাসান, পিতা-রফিকুল ইসলাম, গ্রাম-এলেঙ্গা উত্তর পাড়া, থানা- কালিহাতী, জেলা- টাঙ্গাইল।
টাঙ্গাইল জেলার খবর সবার আগে জানতে ভিজিট করুন www.newstangail.com। ফেসবুকে দ্রুত আপডেট মিস করতে না চাইলে এখনই News Tangail ফ্যান পেইজে (লিংক) Like দিন এবং Follow বাটনে ক্লিক করে Favourite করুন। এর ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে নিউজ আপডেট পৌঁছে যাবে।