নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নতুন করে আরো ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৫২ জনে। এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন এবং সুস্থ হয়েছেন ৪২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪১২ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে টাঙ্গাইল সদরে সর্বোচ্চ চারজন, মধুপুর ও কালিহাতীতে তিনজন করে, মির্জাপুরে দুইজন, ঘাটাইল, নাগরপুর ও সখীপুরে একজন করে রয়েছেন। এখনো করোনা রিপোর্ট পেন্ডিং আছে ৭৭ জনের।

এ পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় আক্রান্তদের মধ্যে মির্জাপুরে সর্বোচ্চ ২৬৬ জন, টাঙ্গাইল সদরে ১৮০ জন, ভূঞাপুরে ৩১ জন, ঘাটাইলে ৩১ জন, নাগরপুরে ৪১ জন, মধুপুরে ৪৬ জন, সখীপুরে ২৯ জন, গোপালপুরে ৩৭ জন, দেলদুয়ারে ৪৩ জন, ধনবাড়িতে ২৮ জন, কালিহাতীতে ৪৪ জন এবং বাসাইলে ১৪ জন।
করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের মধ্যে মির্জাপুরে সর্বোচ্চ পাঁচজন, টাঙ্গাইল সদরে চারজন, ঘাটাইলে দুইজন, ধনবাড়ি, দেলদুয়ার, ভূঞাপুর, সখীপুর, মধুপুর ও বাসাইলে একজন করে রয়েছেন।