ময়মনসিংহে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্রসহ মফিজুল হক (৩৩) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে র্যাব-১৪ আকুয়া বাইপাস ক্যাম্পের একটি দল নগরীর রহমতপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মফিজুল হক নগরীর গলগন্ডা এলাকার সেলিম মিয়া ছেলে। এ সময় মফিজুল হকের কাছ থেকে একটি বিদেশি পিস্তুল, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও চাপাতি উদ্ধার করা হয়।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার এএসপি তফিকুল আলম জানায়, গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে অস্ত্র ও গুলি সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করে। আসামির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা দায়ের হয়েছে।