নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক ব্র্যান্ড ‘‘ব্লু ড্রিম’’ এর শো রোম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরশহরের শামীম টাওয়ারের দ্বিতীয় তলায় এ শো রোম উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সরকারি পিএম পাইলট স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক এসএম আজহারুল ইসলামের সহধর্মিনী বেগম আলেয়া ফেরদৌসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, সখীপুর বার্তার বার্তা সম্পাদক সাইফুল ইসলাম সানি, মাওলানা জহিরুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্লু ড্রিম কোম্পানি লিমিটেড দেশের বৃহৎ উৎপাদন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশে ও বিদেশে শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ড্যানিম প্যান্ট, টুয়িল্ট প্যান্ট, পাঞ্জাবি, বেল্ট, ওয়ালেট, ব্যাগসহ একাধিক পন্য উৎপাদন করে থাকে। সখীপুরে এই প্রথম এ ব্র্যান্ডের শো রোম উদ্বোধন করা হলো।
শো রোমটির পরিচালক আবুল কাশেম জানান, এ উপজেলায় আমরাই ব্লু ড্রিমের একমাত্র অনুমোদিত ডিলার। মানুষের সমসাময়িক চাহিদার উপর ভিত্তি করেই ব্লু ড্রিম পণ্য উৎপাদন করে থাকে। সকলের সহযোগিতা পেলে অবশ্যই আমরা ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারবো।