বগুড়া প্রতিনিধি: বগুড়া দুর্গামন্দিরের সামনে প্রকাশ্যে সুব্রত ওরফে সম্রাট দাস (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১টার দিকে সদর উপজেলায় সাবগ্রামের শহরতলির সাবগ্রামহাট দুর্গামন্দিরের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সম্রাট সাবগ্রাম পালপাড়ার কালীপদ দাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি হুমায়ূন কবীর নিউজ টাঙ্গাইলকে জানান, সোমবার রাত ১টার দিকে সম্রাট মন্দিরের সামনের রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা করলে সে মোটরসাইকেল ফেলে মন্দিরের সামনে আশ্রয় নেয়। পরে প্রকাশ্যে মন্দির চত্বরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।
টাঙ্গাইল জেলার খবর সবার আগে জানতে ভিজিট করুন www.newstangail.com। ফেসবুকে দ্রুত আপডেট মিস করতে না চাইলে এখনই News Tangail ফ্যান পেইজে (লিংক) Like দিন এবং Follow বাটনে ক্লিক করে Favourite করুন। এর ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে নিউজ আপডেট পৌঁছে যাবে।