শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কালিহাতী উপজেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(২৮ নভেম্বর) শনিবার সকাল ১০ টায় কালিহাতী উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কালিহাতী উপজেলা শাখার আহবায়ক মো: আব্দুল লতিফের সভাপতিত্বে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১৩৩ টাঙ্গাইল- ৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী। উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীগের সদস্য খন্দকার আব্দুল মাতিন, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ জেলা শাখার সভাপতি মো: জাহাঙ্গীর আলম, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনি কর্মচারী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: ছায়েদুল ইসলাম, উপজেলার লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ গান্ধিনা এর অধক্ষ্য মোহাম্মদ শাহজাহান কবির, বাংলাদেশ শিক্ষক সমিতি কালিহাতী শাখার সভাপতি মো: আবুল কাশেম, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল করিম। সম্মেলনটি সঞ্চালনা করেন উক্ত পরিষদের উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো: জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা, বেতন স্কেল পরিবর্তন করে ১০ম গ্রেডে উন্নতিসহ ১০ দাবী উল্লেখ করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কালিহাতী উপজেলা শাখার কর্মচারীবৃন্দ।
টাঙ্গাইল জেলার খবর সবার আগে জানতে ভিজিট করুন www.newstangail.com। ফেসবুকে দ্রুত আপডেট মিস করতে না চাইলে এখনই News Tangail ফ্যান পেইজে (লিংক) Like দিন এবং Follow বাটনে ক্লিক করে Favourite করুন। এর ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে নিউজ আপডেট পৌঁছে যাবে।