নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আসন্ন পৌরসভা ,ইউনিয়ন পরিষদ নির্বাচন ও দলের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠনের উদ্দেশ্যে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রিয় জাতীয় পার্টির ভাইস চেয়াম্যান কাজী আশরাফ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সহ-সভাপতি আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা দানেজ আলী মেলেটারী, পৌর জাতীয় পার্টির সভাপতি আয়নাল সিকদার, সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন, কেন্দ্রিয় জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নাজমুল হাসান, শফিকুল ইসলাম শফি, আলমগীর হোসেন, নাদীম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।