মো. কাইয়ুম মিয়াঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি ও ইচাইল এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা দেয়া হয়েছে।
বৃস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে ২টি স্থানে এ অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি ও ইচাইল এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ইচাইল গ্রামের মিনজু মিয়া (৪৫) ও বরাটি গ্রামের বাদশা মিয়া (৪৫) কে ৬৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাটি ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।