মুহাম্মদ সাইফুল ইসলাম, গোপালপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে দুর্বৃত্তদের হাতে হিন্দুধর্মাবলম্বী প্রেমানন্দ (৮০) নামে এক মুদিদোকানী খুন হয়েছে। গত বুধবার সকালে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সুজনবাড়ী গ্রামের ধানক্ষেত থেকে ক্ষতবিক্ষতাবস্থায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। সে ওই গ্রামের অর্জুন মাঝির ছেলে। জমি সংক্রান্তের জেরে এ খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, নিহত প্রেমানন্দ বাড়ীর অদূরে ছোট্র একটি মুদিদোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। পণ্যসামগ্রী পাহারার জন্য তিনি রাতে দোকানে রাত্রিযাপন করতেন। বাড়ীর লোকজন প্রতিরাতে তার জন্য খাবার দিয়ে যেতেন।
মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তদের হাতে তিনি নির্মমভাবে খুন হন। নিহতের মাথা ও মুখ থেঁতলিয়ে ভয়ংকর আকৃতি করে ধানক্ষেতে ফেলে যায় তারা। পরেরদিন সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে মামলার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
টাঙ্গাইল জেলার খবর সবার আগে জানতে ভিজিট করুন www.newstangail.com। ফেসবুকে দ্রুত আপডেট মিস করতে না চাইলে এখনই News Tangail ফ্যান পেইজে (লিংক) Like দিন এবং Follow বাটনে ক্লিক করে Favourite করুন। এর ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে নিউজ আপডেট পৌঁছে যাবে।