বুধবার বিকালে পৌর শহরের ৯নং ওয়ার্ডের কচুয়াডাঙ্গা এয়ারপোর্ট এলাকায় একটি স্থানীয় মাদরাসার শিক্ষার্থীদের এই কম্বল বিতরণ করেন তারা। পরে সদর উপজেলার লোকদিয়া, মাহমুদ নগর, ছিলিমপুর ইউনিয়নের দেউলি গ্রামেও কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে শিক্ষার্থীরা বলেন- এরআগে কেউ শীত নিবারণে শীতবস্ত্র দেওয়ার জন্য আসেনি। দশমিক ফাউন্ডেশনের কম্বল পেয়ে আমরা খুব খুশি। তারা যেন আগামীতে আরও বড় পরিসরে আমাদের মতো অসহায়দের পাশে দাঁড়াতে সেজন্য দোয়া করি।
কম্বল বিতরণে অংশ নেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রাশেদ খান মেনন (রাসেল), সদরের কাগমারি-সন্তোষ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) মোশারফ হোসেন, দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মিনারুল ইসলাম, সহ-সভাপতি আমিন খান ও সহ-সভাপতি ফুলের কানিজ ফাতেমা মিম প্রমুখ।
টাঙ্গাইল জেলার খবর সবার আগে জানতে ভিজিট করুন
www.newstangail.com। ফেসবুকে দ্রুত আপডেট মিস করতে না চাইলে এখনই
News Tangail ফ্যান পেইজে
(লিংক) Like দিন এবং
Follow বাটনে ক্লিক করে
Favourite করুন। এর ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে নিউজ আপডেট পৌঁছে যাবে।