ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে নতুন বছরের পাঠ্য বই বিতরণ করেছে নিকরাইল পলশিয়া রাণী দিনমনি উচ্চ বিদ্যালয়।
শনিবার সকালে বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। করোনা ভাইরাস সংক্রমণের বিস্তাররোধে এসময় নতুন বইয়ের সাথে বিনামূল্যে শিক্ষার্থীদের মাস্ক বিতরণ করেন শিক্ষকরা।
এতে অংশ নেয় অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ, নিকরাইল পলশিয়া রাণী দিনমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রমুখসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।
টাঙ্গাইল জেলার খবর সবার আগে জানতে ভিজিট করুন www.newstangail.com। ফেসবুকে দ্রুত আপডেট মিস করতে না চাইলে এখনই News Tangail ফ্যান পেইজে (লিংক) Like দিন এবং Follow বাটনে ক্লিক করে Favourite করুন। এর ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে নিউজ আপডেট পৌঁছে যাবে।