নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ী পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী নারিকেল গাছ প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী মনিরুজ্জামানের বকুলের নির্বাচনী অফিসে ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত হয়েছেন ৬জন। আহতদের মধ্যে দুইজন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হামলার এ ঘটনাটি ঘটে। রোববার (১০ জানুয়ারি) সকালে (স্বতন্ত্র) প্রার্থী মনিরুজ্জামান বকুল এ বিষয়টি গণমাধ্যমে কর্মীদের নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ধনবাড়ী পৌর শহরের কৃষ্ণতলা ও নিজবর্ণি এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান বকুলের দুইটি নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করে প্রতিপক্ষের কর্মীরা। এ সময় তারা অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে ও পোস্টার ছিড়ে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া। তিনি বলেন, দুইপক্ষই ক্ষমতাসীন হওয়া নেতাকর্মীরা প্রভাব বিস্তার করতে চায়। রাতেই দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সংঘর্ষে আওয়ামী লীগেরও চার নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ দিয়েছেন নৌকার প্রার্থী।
টাঙ্গাইল জেলার খবর সবার আগে জানতে ভিজিট করুন www.newstangail.com। ফেসবুকে দ্রুত আপডেট মিস করতে না চাইলে এখনই News Tangail ফ্যান পেইজে (লিংক) Like দিন এবং Follow বাটনে ক্লিক করে Favourite করুন। এর ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে নিউজ আপডেট পৌঁছে যাবে।