মুহাম্মদ সাইফুল ইসলাম,
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে সরকারিভাবে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও জনগণের প্রত্যাশা বিষয় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের উন্নয়নমূলক কর্মকান্ডে বক্তারা বলেন- স্থানীয় সাংসদ ছোট মনির এমপির নির্দেশনা ও সহযোগিতায় স্বল্পসময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজি হাসপাতালটিকে আধুনিকতায় চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র হিসাবে গড়ে তুলেছেন।
আরও বলেন- এ হাসপাতালে প্রশাসনিক ব্লক, আলট্রাসাইন্ড, ইসিজি, ডেন্টাল ইউনিট, ডিজিটাল এক্স রে মেশিন, মুক্তিযোদ্ধা কেবিন, স্টাফ কেবিন, বিশেষ কেবিন, বিষ খাওয়া রোগীদেও জন্য স্টাফ রুম, ও রোগীদের খাবার ডাইনিং রুমের সু ব্যবস্থা করা হয়েছে।
মানউন্নয়ন মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজির সভাপতিত্বে বক্তব্য রাখেন- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সহ-সভাপতি কেএম মিঠু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও ডা. খাইরুল আলম (এমওডিসি) প্রমূখ।
টাঙ্গাইল জেলার খবর সবার আগে জানতে ভিজিট করুন www.newstangail.com। ফেসবুকে দ্রুত আপডেট মিস করতে না চাইলে এখনই News Tangail ফ্যান পেইজে (লিংক) Like দিন এবং Follow বাটনে ক্লিক করে Favourite করুন। এর ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে নিউজ আপডেট পৌঁছে যাবে।