ফরমান আলী, নিজস্ব প্রতিবেদক: এশিয়ান টেলিভিশনের টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রতিনিধি ও প্রয়াত সাংবাদিক সোহেল পারভেজের সহধর্মিণী জুলিয়া পারভেজ এর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি শাহ্আলম প্রামাণিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন- সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাবেক সম্পাদক আখতার হোসেন খান, সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক মিজানুর রহমান, সৈয়দ সরোয়ার সাদী রাজু, আব্দুল লতিফ তালুকদার, ফরমান আলী, আরিফুজ্জামান তপু, কোরবান আলী তালুকদার, মুহাইমিনুল ইসলাম হৃদয় প্রমুখ। এসময় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন- পৌর শহরের ঘাটান্দী উত্তরপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ জাকারিয়া হোসাইন।
টাঙ্গাইল জেলার খবর সবার আগে জানতে ভিজিট করুন www.newstangail.com। ফেসবুকে দ্রুত আপডেট মিস করতে না চাইলে এখনই News Tangail ফ্যান পেইজে (লিংক) Like দিন এবং Follow বাটনে ক্লিক করে Favourite করুন। এর ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে নিউজ আপডেট পৌঁছে যাবে।