এসময় যমুনা নদীর দুর্গম চরাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা করে চার জনকে মোট চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অনাদায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড প্রাপ্তরা- ‘উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামের নব-বছ মণ্ডলের ছেলে জাহিদুল মন্ডল, ফজলুল হকের ছেলে শেখ মিজান, আব্দুল আলিমের ছেলে মমিন মন্ডল, পাটিতাপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে আল মামুন।’
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন- ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান। এময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন, ভূঞাপুর থানার উপ-পরিদর্শক টিটু চৌধুরী প্রমুখ।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান জানান- ‘দীর্ঘদিন ধরে অসাধু বালু ব্যবসায়ীরা গোপনে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে পাহাড় গড়ে তোলেন। যা স্থানীয় উপজেলা ও জেলার আশপাশ এলাকায় বিক্রি করেছিল। এমন এক গোপন সংবাদ পেয়ে আজ সোমবার বিকালে অভিযান পরিচালনা করা হয়। পরে চারজনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’
টাঙ্গাইল জেলার খবর সবার আগে জানতে ভিজিট করুন
www.newstangail.com। ফেসবুকে দ্রুত আপডেট মিস করতে না চাইলে এখনই
News Tangail ফ্যান পেইজে
(লিংক) Like দিন এবং
Follow বাটনে ক্লিক করে
Favourite করুন। এর ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে নিউজ আপডেট পৌঁছে যাবে।