মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে পৌর শহরের ভূঞাপুর রেলস্টেশন মাঠে পথসভার আয়োজন করেন সর্বস্তরের জনসাধারণ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্বতন্ত্র মেয়রপ্রার্থী আব্দুস ছাত্তার।
জগ প্রতীকের নির্বাচনী পথসভায় অংশ নেন- পথসভার সভাপতি আলহাজ্ব মোবারক হোসেন তরফদার, ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক গর্বনিং-বডির সদস্য আইয়ুব আলী, সাখাওয়াত হোসেন, আনিছুর রহমান আনিছ, সেলিম তরফদার, দিপু, শফিকুল, রফিকুল ইসলাম রফিক, মকবুল হোসেন, বাবর আলী প্রমুখসহ সভায় শতশত লোকজন উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল জেলার খবর সবার আগে জানতে ভিজিট করুন
www.newstangail.com। ফেসবুকে দ্রুত আপডেট মিস করতে না চাইলে এখনই
News Tangail ফ্যান পেইজে
(লিংক) Like দিন এবং
Follow বাটনে ক্লিক করে
Favourite করুন। এর ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে নিউজ আপডেট পৌঁছে যাবে।