নিউজ টাঙ্গাইল: তৃতীয় ধাপে টাঙ্গাইলে পাঁচটি পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- টাঙ্গাইল: সদর পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এসএম সিরাজুল হক আলমগীর নৌকা প্রতীকে ৫৯ হাজার ৯৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানু ১৯ হাজার ৬৬০ ভোট পেয়েছেন।
সখীপুর: নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৭ হাজার ৮৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (স্বতন্ত্র) প্রার্থী ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব জগ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৩৮ ভোট।
মির্জাপুর: নৌকা প্রতীকের সালমা আক্তার ১২ হাজার ৪৭৮ ভোট পেয়ে প্রথম বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি বিএনপির শফিকুল ইসলাম ২ হাজার ৯২৪ ভোট পেয়েছেন।
ভূঞাপুর: নৌকা প্রতীকে মাসুদুল হক মাসুদ ৯ হাজার ৯৯৬ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৪ হাজার ৪১৩ ভোট, আর আওয়ামী লীগের (স্বতন্ত্র) প্রার্থী আব্দুস সাত্তার জগ প্রতীকে পেয়েছে ৩ হাজার ৭০১ ভোট।
মধুপুর: এ পৌরসভায় আওয়ামীলীগের সিদ্দিক হোসেন খান নৌকা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭৯ ভোট, বিএনপির আব্দুল লতিফ পান্না ধানের শীষ প্রতীকে ১ হাজার ৬৫১ ভোট পেয়েছেন।
টাঙ্গাইল জেলার খবর সবার আগে জানতে ভিজিট করুন www.newstangail.com। ফেসবুকে দ্রুত আপডেট মিস করতে না চাইলে এখনই News Tangail ফ্যান পেইজে (লিংক) Like দিন এবং Follow বাটনে ক্লিক করে Favourite করুন। এর ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে নিউজ আপডেট পৌঁছে যাবে।