নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার গোহাইলবাড়ি আমির উদ্দিন কলেজ মাঠে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প অনুষ্ঠানে জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে সাবেক আইইবি এর ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আতাউল মাহমুদ, তিতাস গ্যাসের সহঃ প্রকল্প পরিচালক মফিজুর রহমান,প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, অধ্যাপক মাঈন উদ্দিন, শফিউল আজম, সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা আউয়াল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ক্যাম্পে বাসাইল ও সখীপুর উপজেলার প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
