নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় নিজের পুত্র ৮ বছর বয়সি সাফায়েত হোসেন আরাফকে গলায় রশি পেছিয়ে হত্যার অভিযোগে পিতা এরশাদ মিয়াকে (৩৬) আটক করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক এরশাদ একই উপজেলার রৌহা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আব্দুল জব্বার মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কান্দুলিয়া গ্রামের মতি মিয়ার কন্যা আফরোজার সাথে ৯ বছর পূর্বে বিয়ে হয় এরশাদ মিয়ার। এক পর্যায়ে পারিবারিক কলহের কারণে আফরাজো নিজেই স্বামী এরশাদ মিয়াকে তালাক দিয়ে তার পিতার বাড়িতে চলে আসে।
সঙ্গে তাদের ঔরসজাত সন্তানকেও নিয়ে আসেন আফরাজো। কিন্তু আজ সকালে হঠাৎ করে এরশাদ মিয়া এসে আরাফকে ধরে নিয়ে আফরোজার বাবার বাড়ির একটি কক্ষের ভেতর ডুকে কক্ষটির দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণেও তারা ঘর থেকে বের না হওয়ায় আফরোজা চিৎকার শুরু করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ঘর থেকে আরাফের মরদেহ উদ্ধার করে এবং লাশের পাশে নিশ্চুপ বসে থাকা এরশাদকে আটক করে। আরাফের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম নিউজ টাঙ্গাইলকে জানান, তার পিতা এরশাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফকে গলায় রশি পেছিয়ে হত্যা করার বিষয়টি স্বীকার করেছেন । এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
টাঙ্গাইল জেলার খবর সবার আগে জানতে ভিজিট করুন www.newstangail.com। ফেসবুকে দ্রুত আপডেট মিস করতে না চাইলে এখনই News Tangail ফ্যান পেইজে (লিংক) Like দিন এবং Follow বাটনে ক্লিক করে Favourite করুন। এর ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে নিউজ আপডেট পৌঁছে যাবে।