ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইনকে বদলি জনিত বিদায় সংবর্ধনা জানিয়েছেন ভূঞাপুর প্রেসক্লাব। শনিবার সকাল ১১ টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন- সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ, সিরাজুল ইসলাম কিসলু, সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সম্পাদক আখতার হোসেন খান, যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু প্রমুখ।

টাঙ্গাইলের ভূঞাপুরে ‘আমার সংবাদ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কেক কাটছেন অতিথিরা।
এদিকে, বিদায় সংবর্ধনা শেষে দুপুর ১২ টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় দৈনিক ‘আমার সংবাদ’ এর ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি মো. মামুন সরকারের উদ্যোগে পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়।