নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইলে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার শিকার হওয়া নিহতের স্ত্রী নাজমা বেগম (৪০) এ অভিযোগ করেছেন। এই বিষয়ে তিনি বাদী হয়ে সাতজনের নামোল্লেখ করে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ নিহতের ছোট ভাইকে আটক করেছে। নিহতের নাম তোতা তালুকদার (৫২)। উপজেলার ১নং দেউলাবাড়ী ইউনিয়নের ঝুনকাইল দক্ষিণপাড়া গ্রামের তোতা পোড়াবাড়ী শাখা ভ্যান, রিকশা, অটো ও নসিমন শ্রমিক ইউনিয়নের সদস্য। জানা যায়, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে গত মঙ্গলবার রাতে ঘাটাইল থানার এস আই আসাদুজ্জামানের (আসাদ) নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপজেলার ঝুনকাইল দক্ষিণপাড়া এলাকা থেকে তোতার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়।

নিহতের স্ত্রী নাজমা বেগমের অভিযোগ, জমিজমা সংক্রান্ত ও পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার বিকালে তার স্বামীকে মারপিট করে ভাসুর, দেবর ও তার সন্তানরা।
এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তাকেও গাছের সঙ্গে বেঁধে মারপিট করে। পরে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারদের কাছে মারপিটের বিচার দিতে গিয়ে তোতা আর বাড়ি ফেরেনি। পরে রাত ৯টার সময় গ্রামবাসীর কাছে সংবাদ পেয়ে হাত-পা বাঁধা অবস্থায় কোরবান আলীর ধানক্ষেতে স্বামীর লাশ দেখতে পান নাজমা বেগম।