নিউজ টাঙ্গাইল ডেস্ক:
আমি একেবারেই নিরপেক্ষ নই স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষ বলে কোন কিছু থাকতে পারে না। আমি মুক্তিযুদ্ধের পক্ষের একজন। কাজেই আমি কখনও কোন দিন সেই বাতাসে নিশ্বাস নেই না যে বাতাসে জামায়াত নিশ্বাস নেয়, আমি বঙ্গবন্ধু আর্দশ একজন সৈনিক। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়ামে টাঙ্গাইলের সন্তান ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম। তিনি আরোও বলেন সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নয়ন শীল দেশে রুপান্তরিত করার লক্ষ্যে কাজ করছে। ইতি মধ্যে প্রায় বাংলাদেশ সকল ক্ষেত্রে সয়ংসস্পন্ন হয়েছে। আজ বঙ্গবন্ধু স্যাটালাইট শতভাগ কাজ সম্পন্ন হয়েছে আর এ বছরই ফোর’জি চালু করা হবে। আর এ সকল কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে। এ সময় মন্ত্রী তার মন্ত্রণালয়ে কয়েকটি উলেখযোগ্য সাফল্য তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তথ্য ও প্রযুক্তি মুখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার অনুষ্ঠান সঞ্চালনায় এ সময় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের সন্তান ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সময়ের আলো পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রতন, জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, ডেইলী অবজারভার পত্রিকার স্টাফ রিপোর্টার জীবন ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদ, ওয়ালটন গ্রুপের পরিচালক উদয় হাকিম, দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ফিরোজ মান্না প্রমুখ। এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন।