শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে স্কুলছাত্রের আত্মহত্যা

মির্জাপুরে স্কুলছাত্রের আত্মহত্যা

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে খোকন মিয়া নামে তৃতীয় শ্রেণির এক ছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

খোকন চান্দুলিয়া গ্রামের দোলন মিয়ার ছেলে ও চান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, কিডনী রোগে আক্রান্ত ও মানসিক প্রতিবন্ধী খোকন দুপুরে বাড়ির সামনে গাছের সঙ্গে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে। পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক আবু তালেব বলেন, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশের জন্য আবেদন করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -