শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Homeজাতীয়মির্জাপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মির্জাপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সকাল ৯.৩০ মিনিটের দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কোরআন খতম, তেলাওয়াত ও বিশেষ দোয়ামাহফিল করা হয়।

এরপর আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ একাব্বর হোসেন এমপি বক্তব্য করেন। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরিফ মাহমুদ প্রমুখ।

অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আলোচনাসভা হয় মুক্তির মঞ্চে। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান এস এম মোজাহিদুল ইসলাম মনির, বিশিষ্ট ক্রীড়াবিদ খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, ও উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

সকাল ১০.৩০ঘটিকার সময় উপজেলা মুক্তির মঞ্চে উপজেলা আওয়ামীগের সভাপতি আলহাজ¦ মোঃ একাব্বর হোসেন এমপি জাতির জনকের প্রতি শ্রদ্ধায় স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, পৌর মেয়র, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবকঅর্পণ করা হয়।

উপজেলা পরিষদে শিশু দিবস উপলক্ষে জাতির জনকের জীবন সম্পর্কিত করা চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

শোক র‌্যালি সকাল ১০.০০ ঘটিকার সময় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে মির্জাপুর প্রেস ক্লাব প্রাঙ্গন, কেন্দ্রীয় শহিদ মিনার, বাজার রোড, পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে সমাপ্তি হয়। এতে মির্জাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

উপজেলা যুবলীগ, পৌর ছাত্রলীগ, কলেজ শাখা ছাত্রলীগ ও মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -