বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩

—————–এম সাইফুল ইসলাম শাফলু,
বানিয়ারছিট সোনার বাংলা উচ্চ বিদ্যালয়। সখীপুর থেকে ১২ কিলোমিটার পূর্ব উত্তরে ভালুকা উপজেলার সীমানা ঘেষে প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত পরিবেশে ১৯৯৪ সালে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। ওই গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম ও ধনাঢ্য পরিবারের সন্তান কালিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মো. আবুল হোসেন ৩ একর ৫ শতাংশ জমির ওপর ১৫০ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি গড়ে তুলেন। তিনি নিজেও ওই প্রতিষ্ঠানে তার পৈত্রিক ১ একর ৫ শতাংশ জমি দান করেন। তাঁর সাথে জমি ও অর্থ দিয়ে আরও যারা সহযোগিতা করেন, তাদের মধ্যে আলহাজ্ব জমির উদ্দিন ২৫ শতাংশ, মোহাম্মদ তায়েজ উদ্দিন ২৫ শতাংশ, এবং আলহাজ্ব ছমির উদ্দিন ১ একর ৫০ শতাংশ ।
সখীপুর থেকে ওই প্রতিষ্ঠানে যাওয়ার দুটি রাস্তা রয়েছে একটি কচুয়া বাজার হয়ে কাচা রাস্তা ধরে অপরটি বড়চওনা বাজার থেকে দারিপাকা বাজার হয়ে। ১৯৯৬ সালের ১ জানুয়ারি বিদ্যালয়টি প্রাথমিক স্বীকৃতি লাভ করে। ১৯৯৭ সালের ১ জানুয়ারি নবম শ্রেণি খোলার অনুমতি পায়। ১৯৯৯ সালে ১০ জন এসএসসি পরীক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ওই প্রতিষ্ঠানে ৩২৫ জন শিক্ষার্থী বিভিন্ন শ্রেণিতে নিয়মিত অধ্যয়ন করছেন। ভাল ফলাফল ও সুন্দর পরিবেশের দিক থেকে সখীপুরের হাতে ঘোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এটি অন্যতম।
প্রতিষ্ঠানে সভাপতি হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাঁরা হলেন, আলহাজ্ব জমির উদ্দিন, ডা. মোহাম্মদ হাসমত আলী এবং সর্বশেষ আলহাজ্ব মোহাম্মদ ফজলুল কাদের। যিনি অত্যন্ত সৎ ও নিষ্ঠার সাথে ওই প্রতিষ্ঠানের সভাপতির গুরু দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠাকালীন থেকে আজবধি নম্র ও ভদ্রতার সহিত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব আবুল কাশেম ফজলুল হক।
২০১৭ সালে ওই প্রতিষ্ঠান থেকে জেএসসি পরীক্ষায় ৭৭ জন এবং এসএসসি পরীক্ষায় ২৯ জন শিক্ষার্থী অংশ নেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ ১৫ জন শিক্ষক কর্মচারী নিয়মিত ওই প্রতিষ্ঠানে শিক্ষাদানে কর্মরত আছেন। এসএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের বিশেষভাবে দেখবালের জন্য রয়েছে অতিরিক্ত পাঠদানের সু-ব্যবস্থা । দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার শিক্ষক নিয়মিত মাল্টিমিডিয়ায় ক্লাশ নিয়ে শিক্ষার্থীদের ডিজিট্যাল দেশ গড়ার সাথে তাল মিলাতে সহযোগীতা করছেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও বেশ এগিয়ে আছে প্রতিষ্ঠানটি। এছাড়াও প্রতিদিন এসেম্বলী ক্লাশ শেষে শ্রেণি কক্ষে পাঠদার কার্যক্রম শুরু করা হয়।
বানিয়ারছিট সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের বহু শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন তাদের মধ্যে সাহিত্যে রয়েছেন শাহরিয়ার রিপন, মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে মাহবুব মোর্শেদ, বাংলাদেশ বিমান বাহিনীতে আছেন মোশারফ হোসেন এবং সেনাবাহিনীতে মো. হাসান মিয়া।
বিদ্যালয়ের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ফজলুল হক বলেন, প্রতিষ্ঠানে ছাত্রদের তুলনায় ছাত্রী বেশি হওয়ায় তাদের নিরাপত্তার জন্য বিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর দরকার। এছাড়া সাবেক সাংসদ কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান তাঁর জীবদ্দশায় শহীদ মুক্তিযোদ্ধা শামসুল হক নামে একটি ছাত্রনিবাস গড়ে তুলার জন্য ২০১০ সালে নাম ফলক উন্মোচন করেন। তারই যোগ্য উত্তরসূরি বর্তমান সাংসদ অনুপম শাহজাহান জয় যদি ওই অসম্পন্ন কাজটি তাঁর অনুদানের মাধ্যমে করে দিতেন তাহলে প্রতিষ্ঠানসহ এলাকাবাসী চির কৃতজ্ঞ থাকতেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -