বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeজাতীয়বৈঠক ফলপ্রসূ হয়নি: প্রাথমিক শিক্ষকদের অনশন বহাল

বৈঠক ফলপ্রসূ হয়নি: প্রাথমিক শিক্ষকদের অনশন বহাল

নিউজ ডেস্ক:

প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পরবর্তী গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণের দাবি নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা। কিন্তু বৈঠকে কোন মীমাংসাতে আসতে পারেননি শিক্ষকরা। তাই ২৩ ডিসেম্বরের পূর্বঘোষিত অনশন কর্মসূচি চলবে।

সোমবার (১৮ই ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামালের সঙ্গে বৈঠক শেষে অনশন বহাল রাখার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের সহকারি শিক্ষক সংগঠনের নেতারা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক অনলাইন সমিতির সভাপতি কাজী আবু নাসের আজাদ বলেন, সরকারি প্রাথমিক স্কুলের সহকারি শিক্ষকরা এক দফা দাবিতে আগামী ২৩ ডিসেম্বর থেকে আমরণ অনশনে নামবেন।

তিনি বলেন, আন্দোলন প্রত্যাহারে সোমবার অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু হেনা মোস্তফা কামাল তার দপ্তরে সহকারি শিক্ষক প্রতিনিধিদের ডেকেছিলেন। কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়েছে। বৈঠকে শিক্ষক প্রতিনিধিরা দাবির বিষয়টি ডিজি স্যারকে জানিয়েছি। তিনি দাবিটি বিবেচনায় নেয়ার আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন প্রত্যাহারের প্রস্তাব দেন। তবে এতে আমরা সন্তষ্ট নই। এ কারণে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি অপরিবর্তিত রয়েছে।

এ কর্মসূচি বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক মহাজোটের ব্যানারে পালিত হবে বলে তিনি জানিয়েছেন।

একাধিক সহকারি শিক্ষক জানান, মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত প্রধান শিক্ষকের সঙ্গে সহকারি শিক্ষকের বেতনের পার্থক্য এক থেকে তিন ধাপ পর্যন্ত রয়েছে। প্রধান শিক্ষকদের প্রস্তাবিত বেতন দশম গ্রেডে দেয়া হলে এ বৈষম্য আরও বেড়ে চার ধাপে উন্নীত হবে। তাই প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিচের ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বেতন দাবি করছেন তারা।

এ বিষয়ে ডিপিই’র মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল বলেন, দাবি-দাওয়া নিয়ে সহকারি শিক্ষকদের কয়েকজন প্রতিনিধিকে ডাকা হয়েছিল। তাদেরকে দাবির বিষয়টি বিবেচনার আশ্বাস এবং তারা যাতে ক্লাস ছেড়ে আন্দালনে না যান সেই প্রস্তাব দেয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -