বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলানাগরপুরে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

নাগরপুরে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

নিউজ টাঙ্গাইল ডেস্ক : ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শাহীন, সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা বিএম রশেদুল আলম,নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম খান,উপজেলা শিক্ষ কর্মকর্তা মো. খোরশেদ আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, বেগম মমতাজ খন্দকার, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, এনজিও সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও আসমা শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার আবদুল বাতেন এমপি। অন্যন্যের মধ্যে আরো বক্তব্য রাখেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুল আলম খান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, প্রভাষক মো. সাইদুর রহমান প্রমুখ।

সরকারের বহুমূখি উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরতে নাগরপুর উপজেলা পরিষদ মিতলনায়তনে ৩দিন ব্যাপী এ উন্নয়ন মেলার আয়োজন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -