শনিবার, অক্টোবর ৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সাত দিনব্যাপী এসএমই পণ্যের আঞ্চলিক মেলা শুরু

টাঙ্গাইলে সাত দিনব্যাপী এসএমই পণ্যের আঞ্চলিক মেলা শুরু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে প্রথমবারের মত ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানায় উৎপাদিত পণ্য নিয়ে সাত দিনব্যাপী এসএমই পণ্যের আঞ্চিলিক মেলা শুরু হয়েছে। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌরউদ্যানে এ অনুষ্ঠান শুরু হয়।

সকালে এ মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেসার উদ্দিন জুয়েল, সোনালী ব্যাংক টাঙ্গাইলের এজিএম আমিনুর রহমান খান, বিসিক টাঙ্গাইলের এজিএম আবুল বাশার, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক আবু নাসের খান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি শোভাযাত্রা মেলা প্রাঙ্গন হতে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
টাঙ্গাইল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলায় ৫৩ ষ্টলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের তৈরী পণ্য প্রদর্শন ও বিক্রী করা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -