নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী বঙ্গবন্ধু টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ(বিটেক)কর্তৃক এমপি আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারীকে সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ(বিটেক) এর অডিটরিয়াম হল রুমে উপাধ্যক্ষ্য কবীর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আসলাম সিদ্দিকী ভূট্রো, উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার প্রমূখ।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আ: জলিল, সোসাইটি অব বিটেক স্টুডেন্টস(্এসবিএস) কমিটির সভাপতি আশরাফুল ইসলাম।
শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।