মাহে রমজানের পবিত্র রক্ষার আহ্বানে টাঙ্গাইলে স্বাগত মিছিল

0
120

নিজস্ব প্রতিনিধি : ‘দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখুন, বেপর্দা-বেহায়াপনা ও দ্রব্য মূল্যর উর্দ্ধগতি বন্ধ করুন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পবিত্র মাহে রমজানের পবিত্র রক্ষার আহ্বানে টাঙ্গাইলে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে সোমবার বিকেলে ইসলামী যুব আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা এই মিছিলের আয়োজন করে।

মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো. আকবর আলীর সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মো. আকরাম আলী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম, যুব আন্দোলনের সহ-সভাপতি মো. হাফেজ রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হাফেজ সেলিম প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।