নিউজ ডেস্ক: গাজীপুর কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী এলাকায় ট্রাকের চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি টাঙ্গাইল মির্জাপুর উপজেলার শাহপাড়া এলাকার মৃত নাতু সাহার ছেলে সন্তোষ সাহা (৭০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সকালে নিহত সন্তোষ সাহান উপজেলার শ্রীফলতলী ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
গোড়াই হাইওয়ে পুলিশের ওসি মোল্লা টুটুল জানান, খবর পেয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।