নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বয়সভিত্তিক সাফে শিরোপা পুনরুদ্ধার করলো বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শামসুন্নাহার জুনিয়র-রিপা- রুপনাদের সামনে দাঁড়াতেই পারেনি নেপাল।
ম্যাচের শুরু থেকেই দু’পক্ষ একাধিক আক্রমণ করলেও কেউ গোলের দেখা পায়নি। বিশেষ করে গ্রুপ পর্বের খেলায় নেপালকে ৩-১ গোলে হারানো গোলাম রব্বানী ছোটন শিষ্যরা এদিনও শুরু থেকে ছিল দাপুটে। তবে নেপালের কিশোরীদের রক্ষণ ভাঙতে পারছিল না কেউ। প্রথমার্ধের শেষ কয়েক মিনিটে দুই গোল পায় টাইগ্রেসরা। যেখানে স্কোর শিটে নাম তোলেন শাহেদা আক্তার রিপা আর অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র।
গোলের জন্য ম্যাচের ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। ডি বক্সে প্রথম নেপালের গোলরক্ষক শামসুন্নাহারের শট ঠেকালেও পরে আর পেরে ওঠেননি। ডি বক্সের মাথায় ফাঁকায় দাঁড়িয়ে নেপালের ৪ জন ফুটবলারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান শাহেদা আক্তার রিপা। যা এবারের আসরে তার ৩য় গোল।
গোল পেয়েই মরিয়া হয়ে ওঠে ছোটন শিষ্যরা। দুই মিনিটের মাথায় নেপালের রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়ান অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। এই গোলের ফলে নেপালের আমিশা কারকির সমান ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের অধিনায়ক।
প্রথমার্ধের বাকি সময় নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করে নেপাল। কিন্তু মাঝমাঠ থেকে বল বাংলাদেশের রক্ষণে নিতেই বেশ বেগ পেতে হয় তাদের।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করলেও সে সুযোগ পায়নি নেপালের মেয়েরা। উল্টো ম্যাচের ৮৭ মিনিটে রিপার বাড়ানো বলে উন্নতি খাতুন নেপালের জালে শেষ পেরেক ঠুকে দেন। দারুণ এক জয়ে শিরোপা পুনরুদ্ধার করে বাংলার মেয়েরা দক্ষিণ এশিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিলো।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।