বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাবাসাইল৭ই মার্চ ভাষণের স্বীকৃতিতে বাসাইলে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

৭ই মার্চ ভাষণের স্বীকৃতিতে বাসাইলে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর “মেমোরি অফ দ্যা ওয়ার্ল্ড” হিসেবে স্বীকৃতি পাওয়ায় স্বাগত জানিয়ে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর ভাষণ প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৫ নভেম্বর) সকালে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, পৌর মেয়র মজিবর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে কুলসুম সম্পা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, বাসাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস ছাত্তার জমাদার, বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল প্রমুখ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হারুন অর রশিদ ও নথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাহমিনা খোশনবীশ। শোভাযাত্রায় প্রশাসন ও পরিষদের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -