শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
Homeজাতীয়সখীপুরে বনবিভাগের কর্মকর্তাদের প্রত্যাহার দাবিতে সড়ক অবরোধ

সখীপুরে বনবিভাগের কর্মকর্তাদের প্রত্যাহার দাবিতে সড়ক অবরোধ

 

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে বনবিভাগের কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে ঢাকা-সখীপুর সড়ককে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ জনতা। শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ওই সড়কের প্রতিমা বংকী গ্যাস ফিল্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। শনিবার সকালে উপজেলার প্রতিমা বংকী গ্রামের দেলোয়ার হোসেনের চার টি পোল্ট্রি ফার্মের ঘর উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী এ অবরোধের ডাক দেয়। অবরোধ চলাকালে ঢাকা-সখীপুর সড়কের উভয় পাশে ঢাকা-টাঙ্গাইল গামী যাত্রীসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে চলাচলকারীরা অবর্নণীয় দুর্ভোগে পড়েন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সকালে টাঙ্গাইল বনবিভাগের (এসিএফ) টাঙ্গাইল দক্ষিণের সহকারি বন সংরক্ষক সাজ্জাদুজ্জামান, বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা আতাউল মজিদ ও ডিবি গজারিয়ার বিট কর্মকর্তা কামাল হোসেনের নেতৃত্বে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতিমা বংকী গ্রামের দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন ও লুৎফর রহমানের পোল্ট্রি খামারের চারটি টিনের ঘর ভেঙ্গে দেওয়া হয়। এ সময় বাধা দিতে গেলে হাজী মাইন উদ্দিন (৬০) ও তাঁর নাতনি রুমা বেগম আহত হন।

এ ঘটনার জেরে এলাকাবাসী ওইসব কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে। পরে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সমঝোতার আশ্বাস দিলে অবরোধকারীরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -