মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeজাতীয়আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক দল: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক দল: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আওয়ামী লীগ হলো ধর্ম নিরপেক্ষতা, অসাম্প্রদায়িক দল। কেউ যদি আঘাত করতে আসে, জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হিন্দু ভাইদের পাশে থাকব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে যে সম্পর্ক, সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। যে সম্পর্ক গড়ে উঠেছে, এটা অক্ষুন্ন থাকবে।

মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বানিয়ে ছিলাম। যে দেশে সকল সম্প্রদায়ের মানুষ হিন্দু খ্রিস্টান মুসলিম বৌদ্ধ সকলে সমান অধিকার ভোগ করবে।

এ সময় উপস্থিত ছিলেন- মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর মান্নান প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -