নিউজ টাঙ্গাইল ডেস্ক: জাপান এগ্রিকালচারাল মেশিনারিজ এন্ড ফুড ইঞ্জিনিয়ার্স সোসাইটি কর্তৃক তরুণ গবেষক পুরস্কার পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়ান গ্রামের কৃতি সন্তান ড. খালিদুজ্জামান এলিন।
সম্প্রতি সোসাইটির কানসাই শাখার চেয়ারম্যান প্রফেসর ড. হিরোশি সিমিজুর কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেছেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন।
পিএইচডি গবেষণার অংশ হিসেবে তিনি নিয়ার ইনফ্রারেড (আলোকরশ্মি) সেন্সর ব্যবহার করে ডিম না ভেঙে ভ্রূণের বৃদ্ধি নির্ণয়ের পদ্ধতি আবিস্কার করেন। তার এ গবেষণার ফলে সারা বিশ্বে আগামী দিনগুলোতে পোল্ট্রি শিল্পে অতিরিক্ত প্রাণিজ আমিষ উৎপাদনে ব্যাপক উন্নতি সাধিত হবে।ড. খালিদ বর্তমানে জাপানের কিয়োতো বিশ্ববিদ্যালয়ে ঔঝচঝ পোস্ট-ডক্টরাল গবেষক হিসেবে নিয়োজিত আছেন।