বুধবার, মার্চ ২২, ২০২৩
Homeখেলাধুলাআমার গল্পে তুমিই সেরা, মেসিকে সাফ জয়ী কৃষ্ণা রানী সরকার

আমার গল্পে তুমিই সেরা, মেসিকে সাফ জয়ী কৃষ্ণা রানী সরকার

নিজস্ব প্রতিবেদক: ৩৬ বছর পর স্বপ্ন ছুঁয়েছে লিওনেল মেসির বাহিনী আর্জেন্টিনা। রবিবার মহারণের রাতে মেসির হাতে কাতার বিশ্বকাপ শিরোপা ওঠায় আনন্দে মেতেছে মেসি ভক্ত ও আর্জেন্টিনা সমর্থক পুরো বিশ্ব। টাইব্রেকারে ৪-২ গোলে অভাবনীয় জয়ের পর মেসিকে অভিনন্দন জানিয়েছে আবেগঘন স্ট্যাটাস দিয়েছে অনেকে। বাঁধভাঙা জয়ের উল্লাসকে স্মৃতিময় করে রাখতে পিছিয়ে নেই আর্জেন্টিনা সমর্থক ও মেসির ভক্তরা।

ফুটবল বিশ্বকাপের জয়ের পর অভিনন্দন জানাতে ভুলেনি সাফ জয়ী নারী চ্যাম্পিয়ন ও আর্জেন্টিনা সমর্থক কৃষ্ণা রানী সরকার। মেসির বিশ্বকাপ জয়ের পরপরই রাতে তিনিও মেসিকে অভিনন্দন জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মেসি উদ্দেশ্যে করে কৃষ্ণা লেখেন, ‘আমার গল্পে তুমিই সেরা’। এরআগেও মেসিদের নিয়ে ফেসবুকে আরও একাধিক স্ট্যাটাস দেয় কৃষ্ণা রানী সরকার।

প্রসঙ্গত প্রকাশ, রবিবার (১৮ ডিসেম্বর) রাত ৯ টায় কাতার কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম ফান্স খেলা অনুষ্ঠিত হয়।প্রথমার্ধেই ২-০তে এগিয়ে থাকে আর্জেন্টিনা। দ্বিতীয়র্ধে ও অতিরিক্ত সময় ফান্সের পেনাল্টি গোল উভয় দলের ৩-৩ হয়। পরবর্তীতে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। এতে আর্জেন্টিনা ৩+৪ ও ফান্স ৩+২ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -