মহান মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক মন্ত্রী আলাউদ্দিন সিদ্দিকী কলেজের প্রতিষ্ঠাতা আবদুল লতিফ সিদ্দিকী বলেন, আমি একজন সেবক হিসেবেই মানুষের মাঝে বেচে থাকবো। বৃহস্পতিবার (১১ মে) কালিহাতী উপজেলায় আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে তাঁর বক্তৃতায় এ কথা বলেন।
দীর্ঘ বক্তৃতার এক পর্যায়ে আওয়ামীলীগের সাবেক এ প্রেসিডিয়াম আরও বলেন, জনগণ সকল শক্তির উৎস। আমি জনগণকে হৃদয় দিয়ে ভালবাসি বলেই আমি জনগণের অন্তরে বাস করি। ১৯৫২ থেকে বর্তমান সময় পর্যন্ত নানা ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, তিনি কালিহাতীর গণমানুষকে ভালবেসেছেন- এ ভালবাসা চিরদিনের। তিনি বেশ কয়েকজনের নামোল্লেখ পূর্বক বর্তমান প্রজন্মকে উদ্দেশ করে বলেন, তাদের নিঁখাদ ভালবাসায় সিক্ত লতিফ সিদ্দিকী।
আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বরণ উপলক্ষে অভিভাবক-ছাত্র-শিক্ষক ও সুধী সমাবেশে সভাপতিত্ব করেন, মহাবিদ্যালয়ের সভাপতি ও সাবেক সাংসদ বেগম লায়লা সিদ্দিকী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আফাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা হানিফ উদ্দিন তালুকদার, অ্যাডভোকেট আজিজুর রহমান তোতা,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, টাঙ্গাইল জেলা অধ্যক্ষ সমিতির নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষকগণ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।