নিউজ ডেস্কঃ ফুটবলের প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে রিয়াদ (১৩) নামে এক কিশোরের। এসময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে সেলিম নামে আরো এক কিশোর।শুক্রবার (৮ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার রিচি গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াদ ওই গ্রামের জিতু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ তাদের ঘরের উপরে আর্জেন্টিনার পতাকা লাগাতে গেলে বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে বাঁচাতে সেলিম মিয়া নামে এক কিশোর এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের দুইজনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে দায়িত্বরত সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) মনির হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।