নিজস্ব প্রতিবেদক: বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার আন্দোলনসহ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের হত্যা এবং নির্যাতনকারী আওয়ামী লীগসহ তাদের সহযোগী অঙ্গসংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন টাঙ্গাইল জেলা ছাত্রদল। এ লক্ষ্যে রবিবার (১০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে তারা।
এ সময় টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম.এ বাতেন প্রমুখ।
এদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার প্রতিষ্ঠাতা মাহবুব আনাম স্বপন (স্বপন ফকির) নির্দেশনায় টাঙ্গাইলের মধুপুরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এতে নেতৃত্ব দেন- মধুপুরের বিএনপি নেতা জাকির সরকার, মরহুম সরকার শহীদের সহধর্মিণী লিলি সরকার, নাসির উদ্দিন ও খন্দকার মোতালেব হোসেন প্রমুখ। এতে শতশত নেতাকর্মী অংশ নেন।