নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ইউরেকা শিক্ষা পরিবার আয়োজনে আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয় মাঠে নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু খেলার উদ্বোধন করেন।
এ সময় যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কে এম হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মোল্লা, অধ্যাপক তোফাজ্জল হোসেন রানা, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মোহাম্মদ মনির প্রমুখ উপস্থিত ছিলেন।