নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ইউরেকা শিক্ষা পরিবারের ৬ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নলুয়া সেন্ট্রাল শাখা ক্যাম্পাসে সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিএম জয়নুল আবেদীন মাস্টারের সভাপতিত্বে বিআরডিবি ভাইস চেয়ারম্যান, দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক, দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক খান মুহাম্মদ মনির, রাজু ক্যাডেট একাডেমিক স্কুল তক্তারচালা শাখার পরিচালক মোঃ আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক শেখ মাহবুবুল আলম সাখাওয়াতসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।