সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাইসকন নিষিদ্ধদের দাবিতে ভূঞাপুর বিএনপি বিক্ষোভ মিছিল

ইসকন নিষিদ্ধদের দাবিতে ভূঞাপুর বিএনপি বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করাসহ সকল ষড়যন্ত্র রুখতে ও চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা প্রতিবাদ এবং উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে সম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে পতিত স্বৈরাচারকে ফেরানোর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে ইসকন ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে ইসকনকে নিষিদ্ধ করা এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান বক্তারা।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলম, যুগ্ম সম্পাদক রাজিব হোসেন কফিল, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -