প্রতিনিধি, ভূঞাপুর: দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদ ও পাঠ্যক্রমে ইসলাম বিরোধী বির্তকিত বিষয় বাতিল এবং শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে উপজেলা শাখা ইসলামি আন্দোলন বাংলাদেশ ও সর্বস্তরের তাওহীদি জনতা।
শুক্রবার জুমা নামাজের পর ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনসহ শহীদুল ইসলাম আন্দুপুরী, বেলাল হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত দাম বৃদ্ধি, ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যার কারণে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। এছাড়া পাঠ্যবইয়ে ইসলাম বিরোধী যত বিতর্কিত বিষয় রয়ে তা অপসারণসহ ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করার দাবি জানাচ্ছি।